সহজে AI ব্যবহার করে ইমেজ ও এনিমেশন ভিডিও তৈরি করবেন কিভাবে সে বিষয়ে আপনাদের বিস্তাতির জানানোর চেষ্টা করব। AI এর ব্যবহার দিন দিন বাড়ছে যা আমাদের কাজকে আরও সহজ করে দিয়েছে এবং দ্রুত সময় যে কোনো কাজ করে দিচ্ছে। AI ব্যবহার করে আর্টিকেল লেখা থেকে শুরু করে ইমেজ বিভিন্ন এনিমেশন ভিডিও ইত্যাদি খুব সহজেই করতে পারবেন।
আজকে দুটি এ আই টুলস নিয়ে আলোচনা করব। দুটি এ আই টুলস ব্যবহার করে ইমেজ এবং এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। প্রথমে একটি এ আই টুলস থেকে ইমেজ জেনেরেট করতে হবে তারপর সেই ইমেজ থেকে কার্টুন এনিমেশন ভিডিও বানাতে পারবেন খুব সহজেই।
এআই দিয়ে ছবি তৈরি
আলোচনা শুরুতে জানাবো এ আই এর মাধ্যমে কিভাবে ইমেজ তৈরি করবে। ইমেজ তৈরির জন্য প্রথমে আপনাকে (https://leonardo.ai/) এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অন্যান এআই ওয়েবসাইটের চেয়ে এই ওয়েবসাইট থেকে আকর্শনীয় ও সুন্দর ইমেজ ইচ্ছেমত তৈরি করতে পারবেন।
ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য Creat An Account এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত দেখতে পারবেন। এখানে আপনার ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে Sign up এ ক্লিক করুন। আপনার মেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোড দিয়ে একাউন্টটি ভেরিফাই করে নিবেন।
আরও পড়ুনঃ ১৫ হাজার টাকায় সেরা গেমিং ফোন ২০২৪
সঠিক ভাবে একাউন্ট করা শেষ হলে নিচের ছবির মত পেজটি দেখতে পাবেন। এখানে আপনি প্রতিদিন ১৫০ টোকেন ফ্রীতে পাবেন। এবার ইমেজ তৈরির জন্য ইমেজ জেনেরেটে লেখায় ক্লিক করুন।
ইমেজ জেনেরেটরে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি পেজ আসবে। এখন Type to promote এ ক্লিক করে আপনি যে ছবি তৈরি করতে চান সেটা লিখে দিন এরপর জেনেরেট বাটনে ক্লিক করুন। এআই আপনার জন্য ৪টি ইমেজ তৈরি করে দিবে। এখন থেকে আপনার পছন্দের ছবিটি ডাউনলোড করে নিন।
এআই দিয়ে এনিমেশন ভিডিও
চলুন এবার দেখে নেই কিভাবে এআই দিয়ে এনিমেশন ভিডিও তৈরি করবেন। যে ইমেজ এআই দিয়ে তৈরি করলেন সে ইমেজ বা আপনার ইচ্ছে মত ইমেজ দিয়ে এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন।
এনিমেশন তৈরির জন্য এই (https://www.leiapix.com/) ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে আপনি নিচের মত একটা পেজ দেখতে পাবেন। এনিমেশন ভিডিও বানানোর আগে এখানে একটি একাউন্ট করে নিতে হবে। Sign Up To Free তে ক্লিক করে আপনার নাম, ইমেইল দিয়ে একটি নতুন একাউন্ট করে নিন।
এবার ওয়েবসাইটি ব্যবহারের জন্য আপনার সামনে কিছু নীতিমালা প্রদর্শন হবে সেখাবে বক্সে টিক মার্ক দিয়ে কনফার্ম বাটনে এ ক্লিক করুন। এরপর পরের পেজে Upload আইকনে ক্লিক করে আপনার এআই দিয়ে জেনারেট করা ছবি বা আপনার ইচ্ছে মত একটি ছবি আপলোড করে দিন। ফটো আপলোড করা শেষ হলে ধৈর্য ধরে কিছুক্ষন অপেক্ষা করুন।
পরবর্তী পেজে দেখতে পাবেন আপনার প্রধানকৃত ছবি থেকে চমৎকার এনিমেশন ভিডিও তৈরি হয়ে গেছে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরের কর্নারে এক্সপোর্ট বাটনে ক্লিক করুন।
তারপর নেক্সট বাটনে ক্লিক করুন। এবার ভিডিও সাইজ নির্ধারণ করে সেভ অপশনে ক্লিক করুন। আপনার কাজ শেষ এবার কিছু সময় অপেক্ষা করুন ভিডিও টি ডাউনলোড হওয়ার জন্য। ডাউনলোড শেষে আপনি ভিডিও টি যেকোনো জায়গায় শেয়ার করতে পারবেন।
একটু সময় দিয়ে এভাবে কয়েকটি এনিমেশন ভিডিও তৈরি করে ভালোভাবে এডিট করে আপনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মনিটাইজেশন অন করে ইনকাম করতে পারবেন।
আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। টেকনোলজি বিষয়ে আরো জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
There is certainly a lot to learn about this topic.
I like all of the points you made.
ভালো লেগেছে এই পোস্টটি পড়ে। যদিও আমি এখনো কাজ করি নাই। আশা করি করবো।
আমি একটি কার্টুন ভিডিও তৈরি করতে চাই
আমি একটি কার্টুন তৈরি করতে চাই
আমি তোমাকে ভালোবাসি
Naic
Thank
আমি কার্টুন অ্যানিমেশন তৈরি করতে চায়