স্টুডেন্টদের ব্র্যাক ব্যাংক আগামী সেভার্স একাউন্ট খোলার নিয়ম, ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা অসুবিধা ও মাল্টি কারেন্সি কার্ড কিভাবে পাবেন এবং আগামী সেভার্স একাউন্ট কারা কারা করতে পারবেন সেটি জানাবো। ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে ঠিকানা যাচাই এবং মাল্টি কারেন্সি কার্ডটি পাওয়ার জন্য কি করতে সে বিষয়ে বিস্তারিত জানাবো।
ব্র্যাক ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা
- শুধুমাত্র 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়।
- অ্যাকাউন্টে জমা থাকা টাকার উপর প্রতি মাসে Agami সেভারস অ্যাকাউন্টের জন্য বর্তমান মুনাফার হার হল 3% এবং TARA Agami সেভার অ্যাকাউন্টের জন্য 3.5% মুনাফা পাবেন।
- “আগামি সেভার” ও “তারা আগামি সেভার” অ্যাকাউন্টধারীদের জন্য ভিসা মাল্টিকারেন্সি ডেবিট কার্ড পাবেন।
- 25 বছর বয়স পর্যন্ত একজন গ্রাহকরা কোনো বার্ষিক চার্জ ছাড়া সম্পূণ ফ্রি ডেবিট কার্ড ব্যবহার করতে পারবে।
- আগমি ডেবিট কার্ডধারীরা প্রতি বৃহস্পতিবার লেনদেন এর উপর ডবল রিওয়ার্ড পয়েন্ট পাবে।
- যে কোনো অনলাইন মার্কেটে কেনাকাটা করে পেমেন্ট করতে পারবেন।
- প্রথম বার ৫ পাতার একটি চেক বই বিনামূল্যের পাবেন। পরবর্তীতে চেক বই এর জন্য নির্ধারিত চার্জ দিতে হবে।
এছাড়াও ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ ব্যবহার করে সকল সুবিধা উপভোগ করতে পারবেন। যে কোনো সময় ফান্ড ট্রান্সফার, কার্ড ছাড়াই আস্থা অ্যাপ থেকে যেকোনো ব্র্যাক ব্যাংক এটিএম থেকে চার্জ-ফ্রি টাকা উঠান এবং QR স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা থাকছে।
এই একাউন্ট খুলতে আপনাকে একটি সমস্যা পরতে হবে তা হলো আপনি চাইলেই এক দিনে আগামী সেভার্স একাউন্ট খুলতে পারবেন না। এর অন্যতম কারণ ব্যাংক একাউন্ট খোলার সময় আপনি যে ঠিকানা প্রদান করবেন সেটা ব্র্যাক ব্যাংক যাচাই করে তারপরে ব্যাংক থেকে অনুমতি দিলে আপনার একাউন্টটি চালু হবে এবং আপনি টাকা জমা রাখরে ও উত্তোলন করতে পারবেন।
ব্র্যাক ব্যাংক একাউন্ট করতে কি কি প্রয়োজন
- আবেদনকারীর এনআইডি/জন্ম সনদ/পাসপোর্টের কপি।
- স্টুডেন্ট এর প্রমান স্বরূপ সর্বশেষ এডমিট কার্ড।
- স্টুডেন্ট আইডি কার্ড বা ছবি সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের শংসাপত্র।
- আবেদনকারীর এক কপি ছবি।
- নমিনির এক কপি ছবি।
- ভোটার আইডি কার্ডের ফটোকপি।
- ইউটিলিটি বিল (যদি থাকে)
- ই-টিআইএন/টিআইএন (যেখানে প্রযোজ্য)
- আবেদনকারীর আয়ের উৎস।
আরও পড়ুনঃ কারিগরি শিক্ষা বোর্ড সার্টিফিকেট সংশোধন নিয়ম
সেরা ৫টি মোবাইল ফোন ২০০০০ টাকার মধ্যে
আগামী সেভার্স একাউন্ট খোলার নিয়ম
নারী ও পুরুষের জন্য দুটি আলাদা আগামী সেভার্স একাউন্ট রয়েছে। পুরুষদের জন্য আগামী সেভার্স ও নারীদের জন্য তারা আগামী সেভার্স একাউন্ট। এই একাউন্ট আপনি দুইটি উপায়ে খুলতে পারবেন। উপরে উল্লেখিত কাগজপত্র নিয়ে সরাসরি ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ গিয়ে একাউন্ট খোলা যাবে। আরেকটি উপায় হলো আপনি ঘরে বসে ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপ নিয়ে একাউন্ট করতে পারবেন।
Agami savers account opening online
ব্র্যাক ব্যাংকে একাউন্ট অনলাইনের মধ্যে খুলতে আপনার ফোনে BRAC Bank Astha App থাকতে হবে অথবা ( https://eaccount.bracbank.com )ওয়েবসাইটে প্রবেশ করে একাউন্ট খুলতে পারবেন। সেখানে আপনি নিচের ছবির মত দেখতে পাবেন নিচের এপ্লাই করুন বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
এবারে Customer’s contact information প্রদান করতে হবে। এখানে Open Your Account In এর ক্ষেত্রে Branch নির্বাচন করুন এবং Select Your Account Type এর ক্ষেত্রে Retail Banking নির্বাচন করুন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন।
এধাপে আপনি একটি প্রশ্ন দেখতে পাবেন সেখানে লেখা থাকবে “আপনি কি ব্র্যাক ব্যাংকের বর্তমান একজন গ্রাহক” যদি ব্র্যাক ব্যাংকের বর্তমান গ্রাহক হয়ে থাকেন তাহলে “Yes” আর না হয়ে থাকলে “No” দিবেন এবার নিচের ফাঁকা ঘরে মোবাইল দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। প্রদান কৃত নাম্বারে একটি ওটিপি আসবে সেটা সঠিক ভাবে লিখে সাবমিট করতে হবে।
ব্র্যাক ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
সঠিক ভাবে ওটিপি সাবমিট করার পরে সাতটি ধাপে তথ্য দিয়ে আবেদন সাবমিট করতে হবে। নিচের তথ্য গুলো পর্যায়ক্রমে পূরণ করুন।
১ম ধাপে: আবেদনকারীর NID অথবা Smart Card এর উভয় পাঠের ছবি দিয়ে আপলোড এ ক্লিক করুন।
২য় ধাপ: কোন ধরনের একাউন্ট খুলতে চান সেটা নির্বাচন করুন। যেমনঃ ব্যক্তিগত একাউন্ট, শিক্ষার্থীদের জন্য আগামী সেভার্স বা তারা আগামী সেভার্স একাউন্ট ইত্যাদি।
৩য় ধাপ: এ ধাপে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
৪র্থ ধাপ: আবেদনকারীর সাথে যোগাযোগ এর ঠিকানা অর্থাৎ স্থায়ী ঠিকানার তথ্য সঠিক ভাবে পূরণ করতে হবে। ঠিকানা পরবতীতেতে ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে তাই সতর্কাতর সাথে আবেদন ফরম পূরণ করুন।
৫ম ধাপ: ব্যাংক থেকে কোন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নিবেন কিনা সে তথ্য পূরণ করতে হবে।
৬ষ্ঠ ধাপ: যাকে নমিনি করতে চান তার তথ্য দিতে হবে। নমিনির ছবি, এনআইডি কার্ড, ঠিকানা ইত্যাদি। এছাড়াও আপনার অনুপস্তিতে নমিনি কত টাকা তুলতে পারবে সে বিষয় গুলো উল্লেখ করতে হবে।
৭ম ধাপ: আপনার প্রদানকৃত সকল তথ্য এখানে দেখাবে। সকল তথ্য পুনরায় দেখে নিবেন ঠিক আছে কি না। সঠিক ভাবে ফরমটি পূরণ করা হলে আবেদনটি সাবমিট করুন।
প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনার প্রদানকৃত সকল তথ্য যাচাই বাঁচায় করবে এবং ঠিকানা ভেরিফিকেশন করবে তারপর একাউন্টি এপ্রুভ করবে। এপ্রুভ হয়ে গেলে আপনি একাউন্টে লেনদেন করতে পারবেন।
কিছু প্রশ্ন উত্তর:
Agami savers account interest rate
Agami সেভারস অ্যাকাউন্টের জন্য বর্তমান ইন্টারেশ হার 3% এবং TARA Agami সেভার অ্যাকাউন্টের জন্য 3.5%
Agami savers account withdrawal limit
আগামী সেভার্স একাউন্ট থেকে প্রতিদিন সর্বোচ্চ 03 লাখ টাকা পর্যন্ত উত্তোলন করা যাবে।
Agami সেভারস একাউন্ট খুলতে কত টাকা লাগে?
আগামী সেভার্স একাউন্ট খুলতে মাত্র ২৫০টাকা প্রয়োজন।
করা আগামী সেভার্স একাউন্ট খুলতে পারবে?
যে কোন বাংলাদেশী নাগরিক এবং তাকে একজন শিক্ষার্থী হতে হবে এবং বয়স ১৮-২৫ বছরের মধ্যে হলে এই একাউন্ট খুলতে পারবে।
লোন কি ভাবে নিবো
পোস্ট টি ভালোভাবে পড়েন…