দেশের প্রথম বারের মত চালু হয়েছে এমএফএস কো-ব্রান্ডেড উপায় প্রিপেইড ভিসা কার্ড। এ কার্ডটি ইউসিবি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান উপায় যৌথ উদ্যোগে চালু করেছে। উপায় ভিসা কার্ড কীভাবে পাবেন, কি কি সুযোগ সুবিধা রয়েছে, করা এই উপায় প্রিপেইড ভিসা কার্ড নিতে পারবে ইত্যাদি জানানোর চেষ্টা করব।
অনেকের কাছেই লেনদেন জন্য উপায় জনপ্রিয় মাধ্যম। বিকাশ, নগদ এর সাথে টেক্কা দিয়ে গ্রাহকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে উপায়। সম্প্রতি উপায় ভিসা কার্ড সেবা চালু করেছে। এ কার্ডটি মাধ্যমে অনলাইনে কেনাকাটা পেমেন্ট, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন এছাড়া অন্যান কার্ডের মত সকল সুবিধা পাবেন। এ কার্ডের বিশেষ সুবিধা এটাতে ডুয়েল কারেন্সিতে লেনদেন করা যাবে।
উপায় ভিসা কার্ডের সুবিধা
- কার্ডে টাকা এড সুবিধা: এই কার্ড ব্যবহারকারী যেকোনো সময় তার উপায় একাউন্ট থেকে টাকা কার্ডে এড করতে পারবে। এছাড়াও উপায় এজেন্ট পয়েন্ট থেকেও টাকা এড করা যাবে।
- কার্ডের বতর্মান তথ্য: উপায় অ্যাপ থেকে এই কার্ডের যাবতীয় তথ্য দেখা যাবে। যেমন: বর্তমান ব্যালেন্স, লেনদেন সংক্রান্ত তথ্য ইত্যাদি।
- ডুয়েল কারেন্সি সুবিধা: উপায় প্রিপেইড ভিসা কার্ডে রয়েছে ডুয়েল কারেন্সি সুবিধা। এর মাধ্যমে আপনি নিশ্চিত দেশের বাহিরে কেনাকাটায় পেমেন্ট ও ভ্রমণে সময় প্রয়োজনীয় লেনদেন করতে পারবেন।
- লেনদেন সুবিধা: দেশ বা দেশের বাহিরে অনলাইন কেনাকাটা পেমেন্ট, ভিসা কার্ড সাপোর্টেড যেকোনো এটিএম থেকে টাকা উত্তোলনের সুবিধা রয়েছে।
- উপায় ভিসা ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড পাওয়া যাবে। তবে এক্ষেত্রে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করতে হবে।
- কার্ডে ন্যূনতম কোনো ব্যালান্স রাখার ঝামেলা নেই
- উপায় ভিসা কার্ড নিয়মিত ব্যবহারকারীর জন্য অটো রিনিউ সুবিধা।
- কার্ড অ্যাক্টিভেশন এবং অন্যান্য সকল সেবা ইউসিবি কল সেন্টার (16419) এর মাধ্যমে পাওয়া যাবে।
- উপায় অ্যাপ বা উপায় এজেন্ট পয়েন্ট থেকে কার্ডে টাকা এড করতে কোনো চার্জ প্রয়োজন নেই।
উপায় ভিসা কার্ড কিভাবে পাওয়া যাবে
একজন উপায় ব্যবহারকারী উপায় এজেন্ট পয়েন্ট থেকে এই কার্ডটি নিতে পারবে অথবা উপায় অ্যাপ থেকে এই কার্ড নিতে পারবে। উপায় অ্যাপ থেকে এ কার্ড নেওয়ার জন্য একটি সচল উপায়ে একাউন্ট থাকতে হবে। উপায় অ্যাপের লগইন করে কার্ড নামক অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এখানে নমিনির নাম, ছবি, ঠিকানা ইত্যাদি সঠিক ভাবে প্রদান করে আবেদন সাবমিট করতে হবে। উপায় অ্যাপ থেকে আবেদন করার ৭ কার্যদিবস এর মধ্যে আবেদন এর সময় প্রদত্ত ঠিকানায় কার্ডটি পৌঁছে যাবে।
উপায় ভিসা কার্ড লেনদেনের লিমিট
প্রতিটি ব্যাংক কার্ডের মতোই উপায় প্রিপেইড ভিসা কার্ডেরও দৈনিক ও মাসিক লেনদেনের সীমাবদ্ধতা রয়েছে আপনি দৈনিক বা মাসিক কত টাকা লেনদেন করতে পারবেন নিম্নের ছকে জানা যাবে।
প্রতি লেনদেনের লিমিট | |
ন্যূনতম | ১০ টাকা |
সর্বাধিক | ৫০,০০০ টাকা |
প্রতিদিনের লেনদেনের সীমা | |
লেনদেনের সংখ্যা | ৫০ |
পরিমাণ | ৫০,০০০ টাকা |
মাসিক লেনদেনের সীমা | |
লেনদেনের সংখ্যা | ১০০ |
পরিমাণ | ৩০০,০০০ টাকা |
উপায় ভিসা কার্ড সার্ভিস চার্জ: আপনি যে কোন ব্যাংকে ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার করলে আপনাকে প্রতিবছর সার্ভিস চার্জ দিতে হয়। ঠিক তেমনি উপায় প্রিপেইড ভিসা কার্ডর ক্ষেত্রে বাৎসরিক সার্ভিস চার্জ প্রদান করতে হবে। এছাড়াও নতুন কার্ড প্রাপ্তির, এস এম এস এবং প্রতিবছর রিনিউ এর জন্য চার্জ প্রদান করতে হবে। এছাড়াও এটিএম থেকে ক্যাশ উত্তোলন, পেমেন্ট চার্জ, হারিয়ে যাওয়া কার্ড প্রাপ্তির সহ বিভিন্ন চার্জ গুলো একনজরে দেখে নিন।
কার্ড ইস্যু ফি | ৫৭৫টাকা (ভ্যাট সহ) |
কার্ড নবায়ন ফি (প্রতিবছর) | ৫৭৫টাকা (ভ্যাট সহ) |
এসএমএস চার্জ (প্রতিবছর) | ২৩০ টাকা (ভ্যাট সহ) |
কার্ডে টাকা এড ফি | প্রযোজ্য নয় |
হারিয়ে যাওয়া কার্ড প্রাপ্তির ফি | ৫৭৫টাকা (ভ্যাট সহ) |
ইউসিবি ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন ফি | 0.৮% |
লোকাল এটিএম থেকে টাকা উত্তোলন ফি | 0.৮% + ২৩ টাকা |
আন্তর্জাতিক এটিএম থেকে টাকা উত্তোলন ফি | ১.৮% |
মার্চেন্ট পেমেন্ট | কোনও চার্জ নেই |
কার্ড থেকে মোবাইল ব্যাংকিং এ ট্রান্সফার ফি | ১% |
কার্ড সম্পকিত কিছু লক্ষণীয় বিষয়:
- আপনার কাছে থেকে কার্ডটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, তৎক্ষণাৎ UCB ব্যাংকের হেল্পলাইনে ফোন করে জানাতে হবে। অন্যথায় কার্ড থেকে অর্থ লেনদেন হলে UCB ব্যাংক দায়ী থাকবে না।
- এই কার্ডটিতে শুধুমাত্র গ্রাহক নিজে উপায় অ্যাপ বা upay এজেন্ট এর কাছে থেকে পুনরায় টাকা এড করার যাবে।
- বাংলাদেশের বাইরে কার্ডটি ব্যবহার জন্য UCB ব্যাংকে ব্যবহারকারীর পাসপোর্টের কপি জমা দিতে হবে। পাসপোর্ট অনুমোদন করার পরে কার্ডটি বাংলাদেশের বাইরে ব্যবহার করা যাবে।
- কার্ডটি নিরাপদে রাখার জন্য কার্ডের কোনো তথ্য অন্যদের কাছে শেয়ার না করা যাবে না। কার্ডটির কোনো অপব্যবহার হলে UCB ব্যাংক বা উপায় দায়ী থাকবে না।