দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন নিয়ম

যারা কাজের জন্য কোরিয়া যেতে চাইছে তাদের সবার মনে প্রশ্ন দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, কোরিয়া লটারি আবেদন করার নিয়ম, কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আপনি ইতিমধ্যে জানেন যে বোয়েসেল এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় যেতে হলে অবশ্যই দক্ষিণ কোরিয়ার ভাষায় পারদর্শী হতে হবে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ভাষা জানতে হবে। দক্ষিণ কোরিয়া দুই ভাবে কর্মী নেয়।
১. লটারির মাধ্যমে ২. ভাষা পারদর্শী
ধারণা করা যাচ্ছে যে এ বছর ভাষা পারদর্শীদের আবেদন প্রক্রিয়া আগে শুরু হবে। সম্ভব চলতি বছরে ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি ভাষা পারদর্শীদের কোরিয়া যাওয়ার জন্য সার্কুলার প্রকাশ হবে এবং লটারির মাধ্যমে কোরিয়া যাওয়ার সার্কুলার জুন – জুলাই মাসে প্রকাশ হবে।

দক্ষিণ কোরিয়ায় আবেদনের যোগ্যতা

দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আপনার কিছু লক্ষ্য রাখতে হবে। আপনার যদি নিম্নউক্ত অবিজ্ঞতা ও ডকুমেন্টস থাকে তাহলে আপনি সহজেই দক্ষিণ কোরিয়া যেতে পারবেন।

  • শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে।
  • জাতীয় পরিচয়পত্রে ও পাসপোর্ট এর তথ্যের সাথে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে।
  • অবশ্যই আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।
  • কোরীয় ভাষায় পারদর্শী অর্থাৎ কোরীয় ভাষা লেখা-পড়া ও বোঝার পারদর্শিতা কোরিয়ান ভাষা পরীক্ষায় পাস করতে হবে।
  • প্রযুক্তিগত দক্ষতা।
  • মাদকাসক্ত ব্যক্তি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে।
  • যার উপর বিদেশ যেতে কোনো নিষেধাজ্ঞা নেই অর্থাৎ বিদেশ যেতে আইনী কোনো সমস্যা নাই।
  • ফৌজদারি অপরাধে শাস্তি প্রাপ্ত ব্যক্তি অযোগ্য বলে বিবেচিত হবে।
  • যারা ৫ বছরের বেশি ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে অবস্থান করছে তারা অযোগ্য বলে বিবেচিত হবেবা।

দক্ষিণ কোরিয়া যেতে কত টাকা লাগে

বোয়েসেলের তথ্য মতে, ই ৯ ভিসার আওতায় দক্ষিণ কোরিয়া যেতে একজন বাংলাদেশি কর্মীর সব মিলে ৩৩ থেকে ৩৪ হাজার খরচ হয়। বিমানের টিকিট বাবদ ভাড়া ছাড়া এই খরচ হয়। বিমানের টিকিটের ব্যয় কর্মীকে আলাদা ভাবে বহন করতে হয়। এ খরচের মধ্যে রয়েছে বোয়েসেলের সার্ভিস চার্জ ভ্যাটসহ ২৩ হাজার ১৮৪ টাকা, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের জন্যকল্যাণ তহবিল ফি ৩ হাজার ৫০০ টাকা, অনলাইন আবেদন ফি ৫০০টাকা, ট্যাক্স ৮০০ টাকা, স্মার্ট কার্ড ফি ২৫০ টাকা, বিমা ফি ৪৯০ টাকা এবং ভিসা ফি ৫ হাজার ১০০ টাকা। এছাড়া অন্যান কিছু খরচ পরবে।

আরও পড়ুন: কারিগরি শিক্ষা বোর্ড সার্টিফিকেট সংশোধন নিয়ম
সেরা ৫টি মোবাইল ফোন ২০০০০ টাকার মধ্যে

দক্ষিণ কোরিয়ায় বেতন কত

অনেকের মনেই প্রশ্ন থাকে যে দক্ষিণ কোরিয়া মাসে কত টাকা বেতন পাওয়া যাবে।
সাধারণত দক্ষিণ কোরিয়াতে ওভার টাইমসহ কাজ করলে মাসে ২ থেকে ৩ লাখ টাকা আয় করা সম্ভব। বাংলাদেশি কর্মীদের ন্যূনতম মাসিক আয় ১ লাখ টাকা উপরে। সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হয়। শনি ও রোববার সাপ্তাহিক ছুটি থাকে। যারা এই ছুটির দিন গুলোতে কাজ করে, তাঁরা ওভারটাইম পায়। এছাড়াও সরকারি ছুটির দিনগুলোতে কেউ কাজ করলে ওভারটাইম পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন কোম্পানিতে থাকা ফ্রি ও খাওয়ার জন্য কোম্পানি বেতনের বাইরে টাকা দিয়ে থাকে।

কোরিয়া কি কি কাজ পাওয়া যায়

দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তি আপনি দক্ষিণ কোরিয়ার উৎপাদন খাতে বিভিন্ন কাজ করতে পারবেন । এর মধ্যে রয়েছে ইলেকট্রিক ও ইলেকট্রনিকস শিল্প, খাদ্যপণ্যশিল্প, কাগজশিল্প, প্লাস্টিকশিল্প, কাঠশিল্প, মেটালশিল্প, মেশিনারিজ, টেক্সটাইল ও পোশাকশিল্প।

কোরিয়া লটারি আবেদন করার নিয়ম

কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন নিয়ম

বোয়েসেল সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী নিয়ে যেতে সকল কার্যক্রম করে থাকে, কেউ যদি দক্ষিণ কোরিয়ায় কর্মী হিসাবে যেতে চায় তাহলে তাকে প্রথমে বোয়েসেল প্রার্থী নির্বাচন এর জন্য আবেদন করতে হবে। বোয়েসেল ওয়েবসাইটে (eps.boesl.gov.bd বা http://43.229.14.113) প্রবেশ করে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ পূর্বে অবশ্যই আবেদন ফ্রি প্রদান করতে হবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফ্রি জমা দেওয়া যাবে। আবেদন ফ্রি বাবদ সাধারণত ৫০০ টাকা জমা দিতে হয়। আবেদনের সময় অবশ্যই পাসপোর্ট এর সাথে তথ্য মিল রাখতে হবে। অবৈধ তথ্য দিয়ে আবেদন করা যাবে। যদি কেউ অবৈধ তথ্য দিয়ে আবেদন করে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।

দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ আবেদন

দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয় নাই এখনো। তবে ধারণা করা যাচ্ছে এ বছরের ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি ভাষা পারদর্শীদের সার্কুলার দিবে এবং জুন মাসের দিকে লটারি মাধ্যমে কোরিয়া যাওয়ার সার্কুলার প্রকাশ হবে। এসময়ে কোরিয়া যেতে ইচ্ছুক প্রার্থীদের নিজেদের ভাষা পারদর্শী জন্য পড়াশোনা ও কর্মদক্ষ জন্য বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে।

Share Post

2 thoughts on “দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন নিয়ম”

Leave a Comment