ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার নিয়ম ২০২৪ আপনি কিস্তিতে ফ্রিজ কেনার কথা ভাবছেন। তাহলে আপনার জন্য ওয়ালটন নিয়ে এসেছে দারুন সুযোগ। ওয়ালটন ফ্রিজ দেশীয় পন্য হওয়ায় কাস্টমারদের এর চাহিদা অনেক থেকেই রয়েছে। আর ওয়ালটন সবসময়ের মতোই গ্রাহকদের সুবিধা দিয়ে আসছে। বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কোম্পানী ওয়ালটন ভালোমানের ফ্রিজ কিস্তিতে কেনার সুবিধা দিচ্ছে।
ওয়ালটন ফ্রিজ কিস্তিতে দাম কত
আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে যে কিস্তিতে ফ্রিজ কিনলে কত টাকা লাগবে। আমরা সে বিষয়ে আপনাকে জানানোর চেষ্টা করবো। আপনি যদি ৪মাস মেয়াদী কিস্তিতে ফ্রিজ কিনে থাকেন তাহলে ফ্রিজ নগদ ক্রয় মূল্য যে টাকা প্রয়োজন আপনি সেই মূল্য দিয়ে ফ্রিজ নিতে পারবেন। এছাড়াও ৩, ৬, ১২, ২৪ এবং সর্বোচ্চ ৩৬ মাস সুবিধায় ওয়ালটন পণ্য কিস্তিতে কিনতে পারবেন। এক্ষেতে ফ্রিজের দাম নির্ভর করে আপনি কত দিন মেয়াদী কিস্তির উপর ফ্রিজ ক্রয় করবেন।
আপনি যদি ৬, ১২ এবং ২৪ মাসের কিস্তিতে ফ্রিজ কিনেন তাহলে ওয়ালটন ফ্রিজের নির্ধারিত মূল্যের ৮ থেকে ১২ % টাকা অতিরিক্ত পরিশোধ করতে হবে। তবে আপনি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা এতিমখানায় জন্য ওয়ালটন থেকে পণ্য ক্রয় করেন সেক্ষেত্রে ওয়ালটন যেকোনো পণ্য ০ (শূণ্য) টাকা ডাউনপেমেন্টে ১২ মাসের বিশেষ কিস্তি সুবিধায় ক্রয় করতে পারবেন।
কিস্তিতে ওয়ালটন ফ্রিজ ক্রয়ের সুবিধাসমূহ-
- ৩মাস থেকে শুরু করে সর্বোচ্চ ৩৬ মাসের কিস্তি সুবিধা।
- ৪ মাস পর্যন্ত নগদ মূল্যে ক্রয় করার সুবিধা।
- সর্বনিম্ন ১০% টাকা পরিশোধ করে ওয়ালটন ফ্রিজ ক্রয় করা যাবে।
- কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা এতিমখানায় জন্য যেকোনো পণ্য ক্রয়ে ০% (শূণ্য) টাকা জমা দিয়ে মাসের কিস্তিতে পণ্য ক্রয় করা যাবে।
- ক্যাশ টাকা, মোবাইল ব্যাংকিং, কার্ড পে (ডেবিট, ক্রেডিট) এর মাধ্যমে টাকা পরিশোধের সুবিধা রয়েছে।
আরও পড়ুনঃ অনলাইনে লোন পাওয়ার উপায় ২০২৪
ওয়ালটন ফ্রিজ কিস্তিতে কেনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
কিস্তিতে ফ্রিজ বা পণ্য ক্রয়ের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের বেশ কিছু নিয়ম থাকে। তেমনি ওয়ালটন থেকে পণ্য কিনতে কিছু নিয়মনীতি অনুসর করতে হবে। কিস্তিতে ফ্রিজ কেনার জন্য অবশই নিচের কাগজপত্র ও জামিনদার প্রয়োজন হবে। এছাড়াও আপনার নিকটস্থ যেকোনো ওয়ালটনে শোরুম থেকে কিস্তিতে ওয়ালটন ফ্রিজ বিষয়ে যোগাযোগ করলে ওয়ালাটন প্রতিনিধি আপনাকে বিস্তারিত সকল তথ্য নিয়ে সহায়তা করবে।
- পণ্য ক্রয়কারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
- পণ্য ক্রয়কারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
- পরিচিত ২ জন জামিনদার।
- জামিনদারের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
- নমিনি ১ জন (পরিবারের সদস্য)
- নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
কিস্তিতে ফ্রিজ কোথায় পাবো
আপনি যদি ফ্রিজ কিস্তিতে কেনার চিন্তা করেন তবে আপনি অনেক জায়গা থেকেই কিনতে পারবেন। কিন্তু আমরা জানাবো ওয়ালটন ফ্রিজ কিভাবে, কোথায় থেকে কিনবেন। ইতিমধ্যে জানানোর চেষ্টা করছি ওয়ালটন ফ্রিজ কিস্তিতে নেওয়ার জন্য কি কি প্রয়োজন হবে। কি ধরনের সুযোগ সুবিধা পাবেন ইত্যাদি। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কিস্তিতে ফ্রিজ পাবেন।
সারাদেশে ওয়ালটনের পণ্য বিক্রয় এর জন্য রয়েছে ওয়ালটন প্লাজা। আপনি নিকটস্থ যেকোনো ওয়ালটন প্লাজা থেকে ফ্রিজ কিস্তির মাধমে কিনতে পারবেন।
এছাড়াও ওয়ালটন থেকে ফ্রিজ সহ যেকোনো পণ্য ক্রয়ের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এটা শুধু প্রাথমিক আবেদন। অনলাইনে আবেদন করলে ওয়ালটন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে পরবর্তীকার্যকম শুরু করবে।
উপরোক্ত আলোচনা অনুসরণ করে আপনি চাইলে খুব সহজেই আপনার পছন্দের ফ্রিজটি ওয়ালটনের যেকোনো শোরুম থেকে অথবা waltonplaza অনলাইন থেকে কিস্তিতে মাধ্যমে নিতে পারেন। বর্তমান ওয়ালটন অনলাইন শপে থেকে যেকোনো পণ্য কিনলেই ফ্রি ডেলিভারি সুবিধা রয়েছে। এছাড়াও অনলাইন থেকে ১২ মাসের ০% EMI সহ ২৪ ঘন্টার মধ্যে বাসায় পোঁছে যাবে আপনার কাক্ষিত ফ্রিজ, টিভি বা অন্য যেকোনো পণ্য।
আমি কিস্তিতে একটি ফ্রিজ কিনতে চাই, কোথায় পাবো,আমি দেলোয়ার থানায় থাকি।
আমি একটি ফিজ কিনতে চাই। সিলেট আম্বরখানা এলাকায়
আমি কারখানার লোন নিতে চাই
Thanks for reading
২জন জামিনদার তাদের nidযে ক্রয় করবে তারNidযদি বান্ধবী থাকে তার পরিচয়? কি বালের সুবিধা দিচ্ছে ওয়াল্টন। ইচ্ছা ছিল কেনার কিন্তু এখন সিঙ্গার ফ্রিজ কিনবো ওদের এগুলো কিছুই দিতে হবে না।
Thanks for reading…
আমি এর আগে ওয়ালটন থেকে একটা স্পিকার বক্স ক্রয় করেছি সে সময় যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে এখন আবার দ্বিতীয়বার পণ্য কিনতে চাচ্ছি সে ক্ষেত্রে কি আবারও জামিনদারের কাগজপত্র লাগবে মন্তব্য চাচ্ছি
আমি একটা কিস্তি তে ফ্রীজ কিনতে চাই
আমি একটি ফ্রিজ নিতে চাই কিস্তিতে, চিটাগং আগ্রাবাদ থাকি। রিপ্লাই করবেন প্লিজ
আমি একটি ফ্রিজ নিতে চাই কিন্তু কিছু টাকা বাকি থাকবে যেমন 10থেকে15হাজার টাকা ,
কিন্তু আমার প্রশ্ন হলো আমি একজন ভাড়াটিয়া আমার 1টি দোকান আছে আমি কি নিতে পারি লোকেশন ঢাকা উত্তর মোগদা কদম তলা
12সেফটি ১৮ মাসের কত দাম পড়বে
Sir Amar k carjer fen lagbe kivabe nebo