অনেকেই অনলাইনে নিতে চায় কিন্তু অনলাইনে লোন পাওয়ার উপায় ২০২৪ বিষয়ে জানা থাকে না। আজকে জানাবো কিভাবে অনলাইন লোন পাওয়া যায়। ঢাকা ব্যাংক অনলাইনে ঋণ নেয়ার উপায়, বিকাশ লোন নেওয়ার উপায়। সিটি ব্যাংক লোন সহ বিভিন্ন ব্যাংকের অনলাইনে লোন পাওয়ার উপায় বাংলাদেশ বিষয়ে জেনে নিবো। আপনি এই লোন ঘরে বসেই নিতে পারবেন এবং পরিশোধ করতে পারতেন।
অনলাইনে লোন পাওয়ার উপায় বাংলাদেশ
ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে ঋণ নিতে হয় এবং এর জন্য দীর্ঘ সময় প্রয়োজন হয়। অনেকের জরুরি মুহূর্তে টাকার প্রয়োজন হয় সেক্ষেতে ব্যাংক থেকে লোন নেওয়া অনেক সময়ের ব্যাপার। বর্তমান বিভিন্ন ব্যাংক অনলাইনে দূত সময়ে লোন দেয়। ডিজিটাল প্রক্রিয়া অনলাইনে ঋণ নেওয়ার বেশ সহজ।
অনলাইন মোবাইল লোন বাংলাদেশ
দেশের একাধিক প্রতিষ্ঠান অনলাইন ঋণ সুবিধা দিচ্ছে এদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গুলো ঢাকা ব্যাংক, বিকাশ লোন, ব্যাংক এশিয়া সহ বিভিন্ন ব্যাংক এই অনলাইন ঋণ সুবিধা প্রদান করছে। চলুন তাহলে এবার আজকের আর্টিকেল থেকে জেনে নেই উক্ত প্রতিষ্ঠান গুলো কীভাবে অনলাইন ঋণ প্রদান করে এবং আপনি কীভাবে ঘরে বসেই সহজেই এই লোনের জন্য আবেদন করতে পারবেন।
ঢাকা ব্যাংক থেকে অনলাইনে লোন নেওয়ার উপায়
ঢাকা ব্যাংক গ্রাহকদের অনলাইনে লোন সুবিধা দিচ্ছে গ্রাহক ঘরে বসে সহজেই এই লোন আবেদন করতে পারবে। অনলাইনে লোন জন্য ঢাকা ব্যাংকের eRin অ্যাপ ব্যবহার আপনি যেকোনো সময় কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়াই এই লোন নিতে পারবেন। বর্তমান ঢাকা ব্যাংক ১,০০০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ টাকা পর্যন্ত ঋণ প্রদান করছে। আপনি ৩মাস বা ৬ মাসের মেয়াদে ঋণ নিতে পারেন যা আপনাকে পরবর্তী তিন বা ছয় মাসে সহজ মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। এই লোনের ক্ষেত্রে বাৎসরিক ৯% সুদ দিতে হবে।
করা ইঋণ এর জন্য আবেদন করতে পারেন?
বাংলাদেশে বসবাসকারী যে কোনো বাংলাদেশী নাগরিক, ২১ বছর বা তার বেশি বয়সী হতে হবে এবং মাসিক ১০,০০০টাকা বা তার বেশি আয় থাকবে শুরু সেই ব্যক্তি ঋণ পেতে ইঋন অ্যাপ ব্যবহার আবেদন করতে পারেন।
eRin অ্যাপ লোনের আবেদন করতে কি কি প্রয়োজন
- আবেদনকারীর এনআইডি র্কাড
- আয়ের প্রমান প্রদর্শন
- ঠিকানার প্রমাণ
- আবেদনকারীর একটি বৈধ সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট যেমন গুগল / ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে
- ঢাকা ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে।
আরও পড়ুনঃ স্টুডেন্টদের ব্র্যাক ব্যাংক আগামী সেভার্স একাউন্ট খোলার নিয়ম
সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে রবিবার থেকে বৃহস্পতিবার কর্মদিবসে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টার মধ্যে আপনি যদি লোনের জন্য আবেদন করেন তাহলে ২ঘন্টার মধ্যে লোন অনুমোদন হবে।
বিকাশ থেকে লোন নেওয়ার উপায়
মোবাইল ব্যাংকিং সেবাদাদা প্রতিষ্ঠান হিসেবে বিকাশ বেশ জনপ্রিয়। বিকাশের ব্যবহারকারীর সংখ্যাও অনেক রয়েছে। বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনি খুব সহজেই লোন নিতে পারবেন বিকাশ ও সিটি ব্যাংক যৌথ উদ্যোগে এই লোন সুবিধা দিয়ে আসছে। ঘরে বসেই আপনি যেকোনো সময় এই লোন সুবিধা নিতে পারবেন। এই লোনের আয়তায় ৫০০ থেকে সর্বোচ্চ 20 হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে।
তিন মাস মেয়াদী বিকাশের এই লোন এর জন্য বার্ষিক ৯% সুদ প্রদান করতে হবে। এই লোন আপনি পাবেন কিনা সেটা বিকাশ অ্যাপের মাধ্যমে জানা যাবে মূলত বিকাশ ব্যবহারকারীর আচরণ বিধির উপর ভিত্তি করে লোন প্রদান করে ।
কিভাবে বিকাশ লোন আবেদন করবেন?
বিকাশ থেকে লোনের জন্য আবেদন করা খুবই সহজ একজন বিকাশ অ্যাপ ব্যবহারকারী অ্যাপ প্রবেশ করে লোন নামক আইকনে ক্লিক করতে বিস্তারিত দেখতে পারবে। কত টাকা লোন নিবেন তা নির্ধারণ করে কনফাম করলে আপনি সাথে সাথে লোন পাবেন।
বিকাশ থেকে লোন নেওয়ার সুবিধা সমূহ—
- বিকাশ অ্যাপ থেকে আবেদন করার সাথে সাথেই লোন পাওয়া যাবে।
- কোন ধরনের কাগজপত্র জমা দিতে হবে না।
- কোনো ব্যাংক একাউন্ট এর প্রয়োজন হবে না।
- কোন জামানত প্ৰয়োজন নেই।
- লোন পরিশোধের মেয়াদ পাবেন তিন মাস।
- বিকাশ একাউন্ট থেকে অটো-কিস্তি প্রদান সুবিধা।
ব্র্যাক ব্যাংক অনলাইন লোন
ব্র্যাক ব্যাংক সুবিধা অ্যাপের মাধ্যমে লোন প্রদান করে আসছে অকেন দিন থেকেই। আপনি প্লেস্টোরে BBL Shubidha নামক একটি মোবাইল অ্যাপ পাবেন। প্রথমে অ্যাপটি ইন্সটল করে ফোন নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন সম্পুর্ন করতে হবে। এবারে লোনের জন্য আবেদন করতে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। ব্যাংক কতৃক আবেদন অনুমোদন করার সাথে সাথেই লোনটি পাওয়া যাবে। বিভিন্ন মেয়াদে আপনি এই লোন সুবিধা নিতে পারবেন।
সুবিধা অ্যাপ লোনের জন্য কী কী প্রয়োজন?
- আবেদনকারীর ছবি ভেরিফিকেশন।
- ঠিকানা যাচাই করতে হবে।
- এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে।
- ব্র্যাক ব্যাংকে একটি একাউন্ট প্রয়োজন হবে।
সবকিছু সঠিকভাবে দিয়ে ব্যাংকিং কার্য দিবসের মধ্যে আবেদন করলে। আপনার আবেদন করার ৩০ মিনিটের মধ্যে লোন অনুমোদন হবে। আপনাকে এই লোনের জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ৯% সুদ দিতে হবে।
লোন নিতে চাচ্ছি
আমার লোন দরকার কী বাবে পাব লোন বিস্তারিত বলবেন
অনলাইন থেকে কিভাবে লোন পাওয়া যাবে সে বিষয়ে এই আর্টিকেলে বিস্তারিত বলা হয়েছে। সম্পূণ আর্টিকল পড়লে জানতে পারবেন কিভাবে অনলাইন থেকে লোন নিতে পারবেন।
hlw
আমি লোন নিতে ছাচি
শোন নিতে চাই
লোন নিতে চাই
জেলা সিরাজগঞ্জ থানা শাহজাদপুর ইউনিয়নগারা গ্রাম কাশিপুর
লোন নিতে চাই
আমি এখন একটা কাজ করবো আমার লোন লাগবে আমি কি ভাবে নিতে পারবো বলেন,,
সম্পূণ আর্টিকেল পড়লে জানতে পারবেন কিভাবে অনলাইন থেকে লোন নিতে পারবেন।
হয় লাগবে লোন
হ্যালো স্যার লোন লাগবে
Yes, sir…
আসসালামু আলাইকুম আমার একটি অনলাইন লোনের খুব দরকার পার্সোনাল
নগদ 01995654562 লোন টাকা ২০০০০০
Thanks for reading…
lone nite caii
Ami nata say
Thanks for reading…
আমি ইন্টার নেটের বেবসা কোরি আমি একটা ওয়েল টি কিন্তে চাই তাই আমার কিছু টাকা লোন দরকার ইমার জেন্ছি দেওয়া জাবে
ধন্যবাদ
৫০ হাজার টাকা লোন লাগে
Laon lakba
আমার একটা শোন লাগবে
লোন নিবো