ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম এখন খুবই সহজ। মাত্র চারটি ধাপ অনুসরণ করলেই যে কেউ কোনো ঝামেলা ছাড়াই নিজেই নিজের আইডি কার্ড বের করতে পারবেন। আজকের আলোচনায় আমরা ভোটার নাম্বার ব্যবহার করে কীভাবে সহজে আইডি কার্ড বের করে ডাউনলোড করবেন, সে সম্পর্কে বিস্তারিত জানাবো।
ধাপ ১ঃ ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম হলো প্রথমে services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রার্থীর আগে থেকে রেজিস্ট্রেশন থাকলে সরাসরি তথ্য দিয়ে লগইন করা লাগবে। আর যদি রেজিস্ট্রেশন না থাকে, তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে।

ধাপ-২ঃ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর নিচে ছবির মতো একটি পেজ আসবে। এখানে ১২ সংখ্যার ভোটার নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে। পরবর্তীতে প্রদর্শিত ক্যাপচা কোডটি প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

ধাপ-৩ঃ এখানে প্রার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা সঠিকভাবে প্রদান করতে হবে, যেমন বিভাগ, জেলা, উপজেলা ইত্যাদি তথ্য। সবগুলো তথ্য দেওয়া হলে আবার চেক করবেন যাতে সবকিছু ঠিকঠাক আছে নাকি, যদি ঠিক হয় তাহলে পরবর্তী বাটুনে ক্লিক করতে হবে।

ধাপ- ৪ঃ এই ধাপে আপনাকে একটি সচল মোবাইল নম্বর প্রদান করতে হবে। মোবাইল নম্বর প্রদান করা হলে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তারপর সেই নম্বরে তৎক্ষণাৎ একটি ম্যাসেজ আসবে। ম্যাসেজের মাধ্যমে প্রাপ্ত কোডটি ব্যবহার করে সাবমিট করতে হবে। তারপর আপনার ফোনের এক সাইটে লিখা আরেক সাইটে QR কোড আসবে।

ভোটার আইডি কার্ড ডাউনলোড: আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোনে NID Wallet নামে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তারপর সেই অ্যাপে প্রবেশ করে উপরের ছবিতে দেওয়া QR কোড স্ক্যান করতে হবে এবং পরবর্তীতে নির্ধারিত বাক্তির ফেস ভেরিফিকেশন করা লাগবে। ফেস ভেরিফিকেশন এ মুখমণ্ডল সনাক্তকরণ হয়ে গেলে নির্ধারিত ডাউনলোড অপশনে ক্লিক করে আইডি কার্ড সংরক্ষন করতে পারবেন।
সোর্স: এখানে ক্লিক করুন
