লরিক্স ক্রিমের মূল উপাদান হলো ইউরিয়া (Urea)। সাধারণত ৫% বা ১০% ইউরিয়া যুক্ত ক্রিম বাজারে পাওয়া যায়। ইউরিয়া ত্বকের মৃত কোষ নরম করতে এবং ত্বক আর্দ্র রাখতে সাহায্য করে, তাই এটি স্কিন কেয়ার এ বেশ উপকারী। আজকের আর্টিকেলে জানাবো লরিক্স ক্রিম এর কাজ কি এবং ক্রিমটি ব্যবহারের সঠিক নিয়ম।
লরিক্স ক্রিম এর কাজ কি
চুলকানি এবং জ্বালাপোড়া কমানো: ত্বকে চুলকানি বা জ্বালা–পোড়া হলে লরিক্স ক্রিম ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায় এবং এটি ত্বকের প্রদাহ কমিয়ে চুলকানির অনুভূতি দূর করতে সক্ষম।
ত্বকের মৃত কোষ দূর: ইউরিয়া ত্বকের মৃত কোষের উপরের স্তরকে নরম করে, ফলে খুব সহজেই ত্বকের মৃত কোষ ঝরে পড়ে এবং নতুন, স্বাস্থ্যকর ত্বক বেরিয়ে আসে। এছাড়া লরিক্স ক্রিম ত্বককে উজ্জ্বল, মসৃণ ও স্বাস্থ্যকর রাখে পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে।
সোরিয়াসিস এবং একজিমা নিয়ন্ত্রণ: এই দুইটি রোগের ফলে ত্বক অত্যন্ত শুষ্ক, খসখসে এবং চুলকানিযুক্ত হয়ে যায়। সমস্যা গুলো দূর করার জন্য লরিক্স ক্রিম বেশ উপকারী। কারণ এই ক্রিম শুধু সমস্যা দূর করবেনা পাশাপাশি ত্বককে আর্দ্র রাখবে এবং মৃত কোষের স্তরকে নরম করবে।
ত্বকের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: লরিক্স ক্রিম ত্বককে ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং সংক্রমণ থেকে সুরক্ষিত রাখে। পাশপাশি ত্বকের প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে, ফলে ত্বক আরও শক্তিশালী ও সুস্থ থাকে। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক শুধু আর্দ্র ও নরম থাকবে না, বরং বাইরের ক্ষতিকর প্রভাব থেকেও ত্বক সুরক্ষিত থাকবে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি: লরিক্স ক্রিম ত্বকের মৃত কোষ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। নিয়মিত ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বল হয় না, বরং আরও সতেজ, উজ্জ্বল ও সুস্থ থাকে।
লরিক্স ক্রিম ব্যবহারের নিয়ম
লরিক্স ক্রিম ব্যবহারের নিয়ম হলো ঘুমানোর আগে সমস্ত শরীরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপর আধঘন্টা হলে এটি ধুয়ে ফেলতে হবে। তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী, গোসলের পর শরীর ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপর ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়াও, দুই বছরের উপরে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য হাতের আঙ্গুল দিয়ে শরীরের বিভিন্ন ফাক এবং যৌনাঙ্গের বহির অংশে ক্রিমটি ভালোভাবে মিশিয়ে দিতে পারবেন।
দুই বছরের কম বয়সী রোগীর ক্ষেত্রে ঘাড়, কান, মাথা এবং মুখমন্ডলে লাগিয়ে দিতে হবে। ব্যবহারকারীদের ক্রিম লাগানোর ৮ থেকে ২৪ ঘন্টা মধ্যে সাবান ও গরম পানি দিয়ে ভালোভাবে গোসল করতে হবে। গোসলের পর অবশ্যই সমস্ত শরীর শুকিয়ে নিতে হবে তা না হলে শরীরে জিবানু থেকে যাবে।
লরিক্স ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
লরিক্স ক্রিম ব্যবহারের সতর্কতা
চোখ মুখের আশেপাশে লরিক্স ক্রিম ব্যবহার করা যাবেনা। কারণ যদি চোখের মধ্যে প্রবেশ করে তাহলে মারাক্তক ঝুকিতে পড়তে পারেন। রোগীর বয়স ২ বছরের ওপর হলে একটি টিউব ব্যবহার করতে হবে। পাশাপাশি 6 থেকে 12 বছর বয়সী রোগীদের জন্য হাফংস টিউব ব্যবহার করা যাবে। আর দুই মাসের কম বয়সী শিশুদের জন্য লরিক্স ক্রিম ব্যবহারের জন্য উপযোগী নয়।
Read More: 5 Unique Gadgets for Students in 2025: Must-Have Tech for Learning
